ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান–ইসরায়েল সংঘাত: মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, জুন ১৬, ২০২৫
ইরান–ইসরায়েল সংঘাত: মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী

ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ।  

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ জুন) সকালে মার্কিন এই রণতরী দক্ষিণ চীন সাগরকে পেছনে ফেলে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

 

তবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল রণতরী ইউএসএস নিমিটজের। সেই সফর বাতিল করা হলে রণতরী পশ্চিমে যাত্রা শুরু করে।  

একজন কূটনীতিকসহ দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জিানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে ডানাং শহর পরিদর্শনের পরিকল্পনা করেছিল মার্কিন বিমান সংস্থাটি। এজন্য ২০ জুনে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা নির্ধারণ করা হয়। কিন্তু সেটি বাতিল করা হয়েছে।

কী কারণে সফর বাতিল হয়েছে প্রশ্নে ওই কূটনীতিক জানান, ‘একটি জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তার’ কারণে তাকে সফর বাতিলের কথা জানিয়েছে হ্যানয়ের মার্কিন দূতাবাস।

অবশ্য কূটনীতিকের দেওয়া এ তথ্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে হ্যানয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি তারা।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।