তেহরানে চলমান ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদরদপ্তর লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছেন আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় কিছুক্ষণ আগে তেহরানের ইভিন কারাগারে আঘাত হেনেছে।
ইরানবিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই হামলায় কারাগারের প্রবেশদ্বারে আঘাত করা হয়েছে, সম্ভবত বন্দিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে।
ইভিন কারাগার তেহরানের একটি বড় এবং কড়াভাবে সুরক্ষিত কারাগার, যেখানে ইরান রাজনৈতিক বন্দি, সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং অন্যান্য ভিন্নমতাবলম্বীদের বন্দি করে রেখেছে।
ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে, ইসরায়েল বর্তমানে ফোর্দো পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। এর আগে একই স্থাপনায় রোববার সকালে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল।
তেহরানে ইসরায়েলি সর্বশেষ হামলার পরবর্তী পরিস্থিতি দেখানো ভিডিও ছড়িয়ে পড়ছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, আইডিএফ এ মুহূর্তে তেহরানের কেন্দ্রে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তু এবং শাসনযন্ত্রের ওপর নজিরবিহীন শক্তি দিয়ে হামলা চালাচ্ছে।
তিনি তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আরও বলেন, শিগগিরই এমন ছবি প্রকাশিত হবে, যা এই হামলার গভীরতা এবং ক্ষয়ক্ষতির মাত্রা স্পষ্ট করে তুলে ধরবে।
আরএইচ


 
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                