ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হলো ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, জুলাই ২, ২০২৫
যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হলো ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল

যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি বিতর্কিত কর (ট্যাক্স) বিল পাস করেছে, যা এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাচ্ছে চূড়ান্ত ভোটের জন্য।

মঙ্গলবার(১ জুলাই) রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সমান ভোটের অবস্থায় টাই-ব্রেকিং ভোট দিয়ে বিলটিকে পাস করান।

 জেডি ভ্যান্সের ভোটের মাধ্যমে সিনেটের উচ্চকক্ষে এই বিল পাস করতে টানা ২৭ ঘণ্টার দীর্ঘ বিতর্কের অবসান ঘটে। তিনজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হয়ে বিলটির বিপক্ষে ভোট দেন।

এই বিলের মাধ্যমে ট্রাম্পের বহু নীতিকে আইনে রূপ দেওয়া হবে, যার মধ্যে রয়েছে: ২০১৭ সালের কর ছাড় পুনরায় কার্যকর করা,  মেডিকএইড অথবা পরিপূরক পুষ্টি সহায়তা কর্মসূচির (স্ন্যাপ) মত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কাটছাঁট, সীমান্তে নিরাপত্তা ও অভিবাসন প্রত্যাবাসনে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা।

বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও ৩.৩ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন উভয় দলের সমালোচকরা। অনেকে বলছেন, মেডিকএইড ও স্ন্যাপ-এর মতো কর্মসূচিতে কাটছাঁট করে অধিক সম্পদশালী ব্যক্তিদের কর ছাড় দেওয়ার জন্য দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারগুলোকে ভোগান্তির মুখে ফেলা হচ্ছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের আগেই পাস করার জন্য চাপ দিয়ে আসছিলেন।

এই বিলটি “ওয়ান বিগ বিউটিফুল বিল” নামে পরিচিত, যা এখন বুধবার হাউসে চূড়ান্ত ভোটের জন্য পাঠানো হয়েছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।