এবার পেন্টাগন বলছে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে এক থেকে দুই বছর পেছনে ঠেলে দিয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প সেই দাবি করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল বুধবার(২ জুলাই) বলেন, যুক্তরাষ্ট্র যেসব তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো ধ্বংস করা হয়েছে। তিনি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিধ্বনি করে এই অভিযানকে একটি সাহসী অপারেশন বলে অভিহিত করেন।
সাংবাদিকদের পারনেল বলেন, আমরা অন্তত এক থেকে দুই বছর পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করেছি। প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ গোয়েন্দা মূল্যায়ন তাই বলছে।
২১ জুন যুক্তরাষ্ট্র ইরানে বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র গুলোতে হামলা চালায়। তবে সেই হামালার সফলতা নিয়ে যুক্তরাষ্ট্রেই প্রশ্ন উঠে। ‘যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে’ এমন দাবি ট্রাম্প ক্রমাগতভাবে প্রত্যাখ্যান করে আসছেন।
তিনি দৃঢ়ভাবে বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যা এর আগে কেউ কখনও দেখেনি।
তবে, গত মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে ফাস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করতে পারেনি এবং এর কার্যক্রম মাত্র কয়েক মাস বিলম্বিত করতে পেরেছে।
অন্যদিকে, তেহরান পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সচেতনভাবেই সংযত আচরণ করছে।
কিছু ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে বলেছেন, ট্রাম্প হামলার প্রভাব ‘অতিরঞ্জিত’ করেছেন।
সূত্র: সিএনএন
এমএম