ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আরো ৫ ইসরায়েলি সেনা নিহত, পিছু হটছে না হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, জুলাই ৯, ২০২৫
আরো ৫ ইসরায়েলি সেনা নিহত, পিছু হটছে না হামাস

গাজা উপত্যকার উত্তরের শহর বেইত হানউন-এ সোমবার রাতে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আইডিএফ-এর প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সময় সেনারা পায়ে হেঁটে অভিযান পরিচালনা করছিলেন এবং কোনো যানবাহনের ভেতরে ছিলেন না। এ সময় হামাসের যোদ্ধারা দূর থেকে নিয়ন্ত্রিত তিনটি বোমা পরপর বিস্ফোরণ ঘটায়। প্রথম দুটি বিস্ফোরণ হয় কয়েক মুহূর্তের ব্যবধানে।

প্রথম বিস্ফোরণে কিছু সেনা আহত হলে তাদের সহায়তায় এগিয়ে আসা সেনার দলই দ্বিতীয় বিস্ফোরণের শিকার হন।

এই হামলা ইসরায়েলি বাহিনীর ওপর দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতির হারকে নতুন রেকর্ডে নিয়ে গেছে। গত তিন সপ্তাহে খান ইউনিস ও শুজাইয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের বিশেষ বাহিনীগুলোর একাধিক সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

সম্প্রতি সংঘটিত সবচেয়ে আলোচিত অভিযানের মধ্যে রয়েছে খান ইউনিসে সাঁজোয়া যান লক্ষ্য করে বোমা হামলা ও তা পুড়িয়ে দেওয়া, যেখানে ভেতরে থাকা ইসরায়েলি সেনারাও প্রাণ হারায়।

অন্যদিকে শুজাইয়ার আল-হুদা স্কয়ারে কয়েকদিন আগে চালানো একটি দীর্ঘস্থায়ী ও দুর্সাহসিক অভিযান নতুনমাত্রা যুক্ত করেছে, যা আগে দেখা যায়নি।

এই ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর কৌশলগত উন্নয়ন, স্থল যুদ্ধের দক্ষতা ও একাধিক ফ্রন্টে সমন্বিত হামলা চালানোর সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। ফলে ইসরায়েলি বাহিনীর জন্য গাজায় চলমান লড়াইয়ের বাস্তবতা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।