ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের নিয়ন্ত্রণ কেড়ে নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, জুলাই ৯, ২০২৫
মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের নিয়ন্ত্রণ কেড়ে নেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘কমিউনিস্ট’ প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলে তিনি ফেডারেল সরকারের ক্ষমতা প্রয়োগ করে শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেন।

হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, যদি নিউ ইয়র্কের দায়িত্ব নিতে এক জন কমিউনিস্ট নির্বাচিত হয়, শহরটি আর আগের মতো থাকবে না।

তবে আমাদের হাতে হোয়াইট হাউস থেকে পরিচালনার ক্ষমতা আছে। নিউ ইয়র্ক ঠিকভাবে চলবে, আমি নিউ ইয়র্ককে ফিরিয়ে আনব।

তিনি আরও বলেন, হয়তো ওয়াশিংটন থেকেই আমাদের হস্তক্ষেপ করতে হবে।

এর আগেও ট্রাম্প নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে ‘আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ার’ অভিযোগে ফেডারেল অর্থায়ন বন্ধ করার হুমকি দিয়েছিলেন। তবে এবার ঠিক কোন আইনগত কর্তৃত্ব ব্যবহার করে হস্তক্ষেপ করবেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ট্রাম্প জানান, তিনি নিউ ইয়র্কের জন্য কিছু করতে যাচ্ছেন, তবে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

জোহরান মামদানি সম্পর্কে ট্রাম্প বলেন, সে খুব একটা দক্ষ নয়। এক কথায়, সে একটি বিপর্যয়। সে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছে এটাই প্রমাণ করে, ডেমোক্র্যাটরা কতটা নিচে নেমে গেছে।

তিনি মামদানির বিরুদ্ধে অভিযোগ করেন, সে জন ক্যাটসিমাটিডিসের মালিকানাধীন সুপারমার্কেট চেইন ‘গ্রিসটেডিস’ জাতীয়করণ করতে চায়।

ট্রাম্প বলেন , ক্যাটসিমাটিডিস কয়েকদিন আগে আমাকে ফোন করে জানিয়েছে, সে উদ্বিগ্ন তার দোকানগুলো কেড়ে নেওয়া হতে পারে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট 
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।