ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জুলাইয়ে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার চাইল অ্যামনেস্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জুলাই ৯, ২০২৫
জুলাইয়ে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার চাইল অ্যামনেস্টি

বিবিসির বিশ্লেষণ করা নতুন তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দিয়েছেন বলে অডিও প্রমাণ পাওয়া গেছে। এমন অভিযোগের পর সহিংসতার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার জন্য আবারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

বুধবার (৯ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারকে অবশ্যই ওই সময়ে সংঘটিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে এবং সহিংসতায় অংশগ্রহণকারী ও যারা তা নির্দেশ দিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুদণ্ড না দিয়েই ন্যায্য বিচারের ব্যবস্থা করতে হবে।

এছাড়াও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দিয়ে আহ্বান জানিয়েছে যেন ১ জুলাই থেকে ১৫ আগস্ট ২০২৪ সালের মধ্যে সংঘটিত ঘটনাগুলোকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে রোম সংবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তুলে ধরার বিষয়টি বিবেচনা করে, যা জাতিসংঘের ওই প্রতিবেদনেরও একটি সুপারিশ ছিল।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিক্ষোভে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে, যাদের প্রায় সবাই মারা গেছে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত সামরিক রাইফেল ও শটগানের গুলিতে। আরও হাজার হাজার মানুষ গুরুতর, অনেক ক্ষেত্রেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।