ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দিল্লি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জুলাই ১০, ২০২৫
৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দিল্লি 

ভূমিকম্পের জেরে বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল ভারতের দিল্লি এবং সংলগ্ন এলাকা। দেশটির জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

 

এর উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।

ঝাজ্জরের বাসিন্দা রজবালা বার্তাসংস্থা এএনআইকে বলেন, আমি ছাদে কাজ করছিলাম তখন হঠাৎ দেখলাম মাটিটা কেঁপে উঠল। বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসি।

তীব্রতা বেশি না হলেও এর জেরে উত্তর ভারতের কয়েকটি  অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লি মেট্রো পরিষেবা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল সতর্কতার কথা মাথায় রেখে।

তবে এপর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডলে লেখেন, আমি আশা করি ভূমিকম্পের পর সবাই নিরাপদে আছেন। সবার জন্য প্রার্থনা করছি।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।