ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, জুলাই ১৪, ২০২৫
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম সরবরাহ করবেন।  

স্থানীয় রবিবার (১৩) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের প্যাট্রিয়ট দেব, যেটা তাদের খুব দরকার।

তিনি আরও বলেন, পুতিন অনেককেই চমকে দিয়েছে। তিনি সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় সবার উপর বোমা ফেলেন। এটাই তো সমস্যা। এটা আমার ভালো লাগছে না।

ট্রাম্প জানান, ঠিক কতগুলো প্যাট্রিয়ট ব্যাটারি ইউক্রেনে পাঠানো হবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে তিনি নিশ্চিত করেছেন, তাদের কিছু দেওয়া হবে, কারণ তাদের সত্যিই সুরক্ষা দরকার।

এর আগে ট্রাম্প সরাসরি নতুন অস্ত্র সহায়তা বন্ধ রেখেছিলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে বাধা হিসেবে দায়ী করেছিলেন। তবে সম্প্রতি তিনি বেশ কিছু প্রতিরক্ষামূলক অস্ত্র ইউক্রেনে পাঠানোর অনুমোদন দিয়েছেন এবং এখন আরও আক্রমণাত্মক সহায়তার দিকে এগোচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এ সপ্তাহে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের মধ্যে ওয়াশিংটন ডিসিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইউক্রেন ইস্যু কেন্দ্রীয় আলোচনার বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও পুতিন সীমিত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন এবং তিনি ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া বলেছে, এই বিরতি কিয়েভকে পুনরায় সংগঠিত ও সজ্জিত হওয়ার সুযোগ করে দেবে।

ট্রাম্পের আসন্ন রাশিয়া-নীতি ঘোষণায় নিষেধাজ্ঞা থাকবে কি না, সেই প্রশ্নের জবাবে কিছু জানাননি। তবে আবারও তিনি পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ। আমি ভেবেছিলাম তিনি যা বলেন, তা মানেন। কিন্তু তিনি সুন্দর করে কথা বলেন, আর রাতে মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন। এটা আমাদের পছন্দ নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন, যা ট্রাম্পকে এমন ক্ষমতা দেবে যাতে তিনি রাশিয়াকে সহায়তা প্রদানকারী দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। গ্রাহাম বলেন, এই কংগ্রেসনাল প্যাকেজ প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি ‘স্লেজহ্যামার’ দেবে যুদ্ধ শেষ করার জন্য। তিনি চাইলে এটাকে শূন্য কিংবা ৫০০, যেকোনো মাত্রায় নিতে পারবেন। এতে তিনি সর্বোচ্চ কৌশলগত নমনীয়তা পাবেন।

সূত্র: আল জাজিরা

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।