অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়ে শিশুসহ অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
সোমবার (১৪ জুলাই) বিভিন্ন এলাকায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় দক্ষিণ গাজার রাফা, খান ইউনিস, মধ্য গাজার বুরেইজ ও গাজা শহরের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত হয়েছেন আরও অনেকে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে অন্তত ৫ জন ত্রাণপ্রার্থীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
এর মাধ্যমে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩৮ জন ফিলিস্তিনি। এদের অনেকেই নারী ও শিশু।
এছাড়া খান ইউনিসে একটি বাস্তুচ্যুত শিবিরে চালানো হামলায় নিহত হয়েছেন আরও ৯ জন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন।
উত্তর গাজায়ও হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সেখানে একটি ট্যাংক হামলার শিকার হলে, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তিন সদস্য নিহত হয়। এর প্রতিক্রিয়ায় গাজা শহরের তুফাহ ও শুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল, যা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন।
গাজা শহরে এইসব হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় প্রশাসন।
এদিকে ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধের কারণে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ২ মার্চ থেকে ইসরায়েল সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে বন্ধ রয়েছে অধিকাংশ হাসপাতাল ও জরুরি সেবা।
এসআইএস