ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে এত ভয়াবহ ভূমিকম্প কেন হয়?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, সেপ্টেম্বর ১, ২০২৫
আফগানিস্তানে এত ভয়াবহ ভূমিকম্প কেন হয়?

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে, সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।

আফগানিস্তান ভূমিকম্পের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটি দেশ, কারণ এটি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে একাধিক ফল্ট লাইন রয়েছে।



২০২২ সালে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ১,০০০ মানুষ নিহত এবং আরও ৩,০০০ জন আহত হয়। এটি ছিল দুই দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

যদিও ওই ভূমিকম্পের মাত্রা ছিল মাঝারি, তবুও এটি এত ধ্বংসাত্মক হয়েছিল কারণ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে।

রোববারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আরও অগভীর ছিল, মাত্র ৮ কিমি গভীরে। এতে শত শত মানুষের নিহত বা আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের মানুষ ভূমিকম্পে বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকে কারণ সেখানকার ঘরবাড়ি সাধারণত কাঠ, কাদার ইট বা দুর্বল কংক্রিট দিয়ে তৈরি, যেগুলো ভূমিকম্প-প্রতিরোধী নয়।

এ ছাড়া পাহাড়ি এলাকায় ভূমিকম্পের কারণে ভূমিধস হয়, যা বাড়িঘর ভেঙে দিতে পারে, নদী আটকে দিতে পারে এবং রাস্তা বন্ধ করে দেয়। এসব কারণে উদ্ধারকর্মী ও সরঞ্জাম দুর্গম এলাকায় পৌঁছাতে খুবই সমস্যায় পড়ে।

সূত্র: বিবিসি

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।