ওয়াশিংটন: গোপন দলিল প্রকাশের পরিকল্পনা কেন্দ্র করে শনিবার উইকিলিকসের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ ও তার অ্যাটনিকে একটি চিঠি দিয়েছেন যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ওয়েব সাইটে গোপন তথ্য প্রকাশ করে উইকিলিকস যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হ্যারোল্ড কোহ চিঠিতে ওই চিঠিতে উইকিলিকসকে ভবিষ্যতে স্পর্শকাতর বিষয়গুলো অবৈধভাবে প্রকাশ করার বিষয়ে সতর্ক করে দেন।
‘যেসব গোপন তথ্য প্রকাশের পরিকল্পনা করছেন তা কোনো সরকারি কর্মকর্তা অথবা সংস্থার মাধ্যমে আপনাদের হাতে এলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এগুলো প্রকাশ করা হবে মার্কিন আইনের লঙ্ঘন’, বলেন হ্যারল্ড।
চিঠিতে আরও বলা হয়, এসব তথ্য ধারণ অব্যাহত থাকলে এর মাধ্যমে উইকিলিকস আইন লঙ্ঘন করছে বলেই বলা হবে।
ধারণা করা হচ্ছে, উইকিলিকস যুক্তরাষ্ট্রের ৩০ লাখ গোপন দলিল ফাঁস করবে। তবে কবে নাগাদ এসব তথ্য ফাঁস করা হবে কিংবা এতে কি রয়েছে উইকিলিকস এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেনি।
অবশ্য পেন্টাগন বলছে, চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের প্রথমে তথ্য ফাঁস করতে পারে উইকিলিকস। এসব দলিলে অষ্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, ইসরাইল, রাশিয়া ও তুরস্ক সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোপন মতামত এবং সম্পর্ক তুলে ধরা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০