ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তা

বেইজিং: চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার এক উচ্চ পদস্থ কর্মকর্তা মিত্র দেশ চীন সফর করবেন। পিয়ংইয়ং এর গোলা হামলার কারণে কোরীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেেিত এ সফর করতে যাচ্ছেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানায়।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ সভাকরে চেয়ারম্যান চোয়ে তায়ে- বোক সরকারী সফরে মঙ্গলবার চীনে যাবেন। তার এ সফর ৪ ডিসেম্বর শেষ হবে বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়।

চীনের সর্বোচ্চ সভাকরে চেয়ারম্যান উই ব্যাঙ্গুর আমন্ত্রণে চোয়ে চীন সফরে যাবেন বলে প্রতিবেদনে বলা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। একইসঙ্গে বার্তাসংস্থা এএফপি থেকে যোগযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মঙ্গলবার দেিণর দ্বীপ ইয়নপিয়ং এ উত্তর কোরিয়া গোলা হামলায় চারজন নিহত হন এবং বেশ কিছু ঘরবাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কোরীয় দ্বীপপুঞ্জে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেেিত তিনি এ সফর করবেন বলেই ধারণা করা হচ্ছে।

এ হামলার ঘটনা সারা বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দেখা দেয় এবং পিয়ংইয়ংকে বাধা দেওয়া ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও দণি কোরিয়া যৌথ নৌ মহড়া শুরু করে।

এদিকে উত্তরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেশটিকে নিয়ন্ত্রণের জন্য চীনের উপর চাপ বেড়ে যায়। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করা সহ উত্তরকে দমিয়ে রাখতে অন্যান্য দেশকে আহ্বান জানায় চীন।

এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিসি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান এবং দণি কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ও চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য দায়ে বিঙ্গুর সঙ্গে আলোচনা করেন। চীনের জ্যেষ্ঠ এ নীতিনির্ধারক বর্তমানে সিউলে অবস্থান করছেন।

দায়ে এরইমধ্যে দণি কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সাং-হোয়ানের সঙ্গে সাাৎ করেছেন। একইসঙ্গে রোববার তিনি দেশটির প্রেসিডেন্ট লি মিয়াং-বাকের সঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।