ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ছয় ফিলিপিনোর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

টোকিও: জাপানের পশ্চিমাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় ফিলিপিনো শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।



পুলিশের একজন কর্মকর্তা জানান, মাই প্রদেশে এ দুর্ঘটনায় ছয় ফিলিপিনো শ্রমিক নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। বাকিরা পুরুষ। তাদের সবার বয়স বিশ থেকে ত্রিশের কোঠায়।

ওই কর্মকর্তা জানান, আরো ২০ ফিলিপিনো শ্রমিক আহত হয়েছে। তাদের মধ্যে একজন জাপানের নাগরিকত্ব লাভ করেছে। আহতদের মধ্যে বাসের এবং ট্রলার ট্রাকের জাপানি চালকও রয়েছেন।

পুলিশ একটি ক্রসিংয়ে বাসটির বাঁ দিকে ধাক্কা দেওয়ার অভিযোগে ট্রাক চালককে গ্রেপ্তার করেছে।
 
পুলিশ জানায়, জাপানের বৃহৎ ইলেকট্রনিক সামগ্রী তৈরির প্রতিষ্ঠান শার্পের টেলিভিশনের যন্ত্রাংশ তৈরি কারখানায় ফিলিপিনো শ্রমিকরা যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।