গ্রেমাউথ: নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লা খনিতে রোববার ফের বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে খনিটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই মাসের শুরুতে বিস্ফোরণে ২৯ শ্রমিক মারা যান।
সর্বশেষ এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভ কিফ বলেন, ‘এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের আগেই খনির প্রবেশ পথের কাছে যারা কাজ করছিলেন তারা নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হন। ’
নিউজিল্যান্ডে ১১৪ বছরের ইতিহাসে খনিতে বিস্ফোরণে এ পর্যন্ত ২১০ জন মারা গেছেন। খনিতে বিস্ফোরণের সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ১৮৯৬ সালে, ওই বিস্ফোরণে ৬৫ শ্রমিক মারা যান।
নিকটবর্তী সময়ের মধ্যে ১৯৬৭ সালে পাইক রিভার খনির কাছেই আরেকটি খনি বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হন। ১৯১৪ সালে আরেক বিস্ফোরণে ৪৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০