জেরুজালেম: গাজা ভূ-খণ্ড থেকে ফিলিস্তিনী জঙ্গিরা রোববার ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, গাজার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এলাকা শার হানেগেভ লক্ষ্য করে রকেটটি ছোড়া হয়েছিল।
কিন্তু রকেটটি ল্যবস্তুতে আঘাত হানার আগেই মাছ পথে বিস্ফোরিত হয়। ফলে বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০