ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোপন মার্কিন কূটনৈতিক তথ্য ফাঁস উইকিলিকসের, যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
গোপন মার্কিন কূটনৈতিক তথ্য ফাঁস উইকিলিকসের, যুক্তরাষ্ট্রের নিন্দা

ওয়াশিংটন: বিতর্কিত ও সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। তথ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশের অবস্থিত মার্কিন দূতাবাস থেকে পাঠানো।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে।

ব্রিটেনের দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, জার্মানির প্রভৃতি পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ গোপন নথি রয়েছে।

এই ফাঁস হওয়া তথ্যগুলোয় আরব নেতাদের সম্পর্কে বলা আছে। এতে দেখা যায়, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য দেশটির ওপর হামলার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের পরমাণুসংক্রান্ত উপাদান নিয়েও এতে বলা হয়েছে। পরমাণু অস্ত্র তৈরি করতে এর ব্যবহার হবে বলে আশঙ্কা করা হয়েছে।

এছাড়া চীন সরকারের গুগলের তথ্যসম্ভার হ্যাক করা, উত্তরের আকস্মিক পতনের মধ্য দিয়ে দুই কোরিয়ার একত্রীকরণ ইত্যাদি বিষয়েও এতে গোপন তথ্য আছে।

যুক্তরাষ্ট্রের সরকার এই তথ্য ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে জানিয়েছে, এর মাধ্যমে তারা (উইলিকস কর্তৃপ) বেশ কয়েকজন কূটনীতিক ও রাষ্ট্রদূতের জীবন হুমকির মুখে ফেললো।

উইলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানজে এর বিপে বলেন, জবাবদিহিতার মুখোমুখি হতে ভয় পাচ্ছে মার্কিন সরকার।

হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, কূটনৈতিক তথ্যগুলোয় সরল ও প্রায় অসম্পূর্ণ তথ্য রয়েছে। এগুলো নীতি ও সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলেনি।

গিবস আরও বলেন, বিদেশের বিভিন্ন সরকার, বিরোধী দলগুলোর সঙ্গে একান্ত আলোচনার কথা সংবলিত এই তথ্যগুলো যুক্তরাষ্ট্র, তার মিত্র ও বন্ধুদের স্বার্থের ওপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, ‘আরও পরিষ্কারভাবে বললে, তথ্য ফাঁসের ফলে আমাদের কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা ও গণতন্ত্র উন্নয়নের জন্য যারা যুক্তরাষ্ট্রে এসেছেন তারাসহ সবার জীবন বিপন্ন করে তুলল। ’

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।