প্যারিস: যুক্তরাষ্ট্রের গোপন কূটনীতিক দলিল ফাঁস করার জন্য সারা বিশ্বে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে উইকিলিকস। গোপন নথির ফাঁসের এ ঘটনায় কূটনৈতিক তৎপরতাকে খাটো করেছে বলে সমালোচনা করেছে কিছু দেশ।
জাপান এর ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে একে ‘অপরাধী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে। একইসঙ্গে শুধুমাত্র সরকারের এ ধরনের স্পর্শকাতর বিষয় প্রকাশের সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে বলেও মন্তব্য করে জাপান।
এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা বলেন, ‘এটা খুবই জঘন্য। এটা একটি অপরাধী কর্মকাণ্ড। ’
তবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজে দক্ষিণ আমেরিকার বামপন্থী নেতাদের সমর্থন পেয়েছেন।
এদিকে, মঙ্গলবার সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন। মূলত কূটনৈতিক ক্ষতির পরিমাণ কমানোই তার এ সফরের প্রধান উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের ওপর এ ‘আক্রমণের’র জন্য উইকিলিকসের সমালোচনা করেন হিলারি। একইসঙ্গে গোপন নথি প্রকাশের পর ডজনের মতো ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই এটি একটি গভীর উদ্বেগের বিষয়। কারণ আমরা চাই না যে এর মধ্য দিয়ে কোনো দেশের কেউ আক্রান্ত হোক। ’
এদিকে, মার্কিন আইন ভঙ্গের কারণে উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে তলব করা হবে বলে মার্কিন কর্মকর্তারা দৃঢ়তার সঙ্গে জানান। অস্ট্রেলিয়ার বংশোদ্ভুত অ্যাসানজে বর্তমানে ইউরোপে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যু সংবলিত আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইতিহাস বলে ফোর্বস সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন অ্যাসানজে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০