ইসলামাবাদ: পাকিস্তানের পরমাণু অস্ত্র বিষয়ক কর্মসূচি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা নাকচ করেছে দেশটি। উইকিলিকসের গোপন নথি প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এ আশঙ্কা করে।
এ বিষয়ে বুধবার মার্কিন উদ্বেগের কথা জানায় দ্য গার্ডিয়ান ও দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা। এ দু’টি সংবাদপত্রই উইকিলিকসের ফাঁস করে দেওয়া গোপন নথি প্রকাশ করে।
এদিকে এ আশঙ্কার কথা নাকচ করে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র আব্দুল বাসিত বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এ ধরনের সন্দেহের কোনো অবকাশ নেই। কেননা আমাদের নির্মাণকৌশল অনেক নিয়ন্ত্রিত ও সুদৃঢ়। ’
ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে এটা তাদের ঐতিহাসিক প্রবণতা। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০