কুয়ালালামপুর: মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু রোগের টিকা আবিস্কার করেছে বলে দাবি করেছে। বুধবার স্বাস্থ্য বিভাগ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মালয়শিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা ৩০০জনের ওপর আবিষ্কার করা প্রতিষেধক প্রয়োগ করেছে। চলতি মাসে আবারও প্রতিষেধক প্রয়োগ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রী ইসমাইল মেরিকান একে ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন।
ফ্রান্সের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেরোফি পেস্টারের টিকা বিভাগের সঙ্গে মালয়েশিয়া কাজ করছে।
বর্তমানে ডেঙ্গু রোগের কোনো প্রতিষেধক নেই। চলতি বছর মালয়েশিয়ায় প্রায় ৪৩ হাজার ৫০০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১২৮ জন মারাগেছেন।
বাংলাদেশ সময়: ১৬২২ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০