প্যারিস: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লেভরোভকে মিথ্যাবাদী বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। জর্জিয়ার সঙ্গে ২০০৮ সালের অগাস্টে মস্কোর দ্বন্দ্ব বিষয়ে আলোচনার সময় সারকোজি লেভরোভ সম্পর্কে এ মন্তব্য করেন।
সারকোজি এ সময় যুদ্ধ বিরতি চুক্তি বিষয়ে আলোচনা করছিলেন। এসময় তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে কাছে টেনে নিয়ে তাকে ‘মিথ্যাবাদী’ বলেন বলে মার্কিন এক কূটনীতিক জানান। উইকিলিকসসহ ফ্রান্সের দৈনিক লে মন্দেতেও এ তথ্য প্রকাশিত হয়।
মূলত আইনকে শ্রদ্ধা না করে দেশটি ‘বৃহৎ শক্তি’ হিসেবে ফ্রান্সের ভাবমূর্তি নষ্ট করেছে। এ বিষয়ে রাশিয়াকে সতর্ক করে দেওয়াই সারকোজির উদ্দেশ্য ছিলো বলে দলিলে বলা হয়।
মস্কোর মার্কিন কূটনীতিককে ২০০৮ সালের সেপ্টেম্বরের প্রথমদিকে সংঘটিত এ আলোচনার বিবরণ দেওয়া হয়। আলোচনার সঙ্গে জড়িত ফ্রান্সের এক কূটনীতিক এ বিবরণ দেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০