ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্যাটেলাইট চিত্র: পাল্টা হামলায় উত্তর কোরিয়াতেও ক্ষয়ক্ষতি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০
স্যাটেলাইট চিত্র: পাল্টা হামলায় উত্তর কোরিয়াতেও ক্ষয়ক্ষতি হয়েছে

সিউল: দক্ষিণ কোরিয়ার পাল্টা হামলায় উত্তর কোরিয়ায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে। এক আইনজীবী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।



গতসপ্তাহে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলা চালানোর জবাবে পাল্টা এ হামলা চালায় দক্ষিণ  কোরিয়া।    

দক্ষিণ কোরিয়ার নিজস্ব স্যাটেলাইটে ধারণকৃত এ দৃশ্য সংসদে উপস্থাপন করে জাতীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে অজ্ঞাত এক বিদেশি বাণিজ্যিক স্যাটেলাইট থেকে আরেকটি চিত্রও ধারণ করা হয়।

উত্তরের সেনা ঘাটির কাছের মুদু দ্বীপে ১০টি গোলা আঘাত করে। ক্ষমতাসীন দলের আইনজীবী ও গোয়েন্দা সংস্থার চেয়ারম্যান নোওন ইয়ঙ্গ-সে সংসদে ইমেজ উপস্থাপনের পর সাংবাদিকদের একথা বলেন।

দক্ষিণের ছোঁড়া গোলা ব্যারাকগুলোর মাত্র একশ মিটার দূরে পড়ে এবং এর কয়েকটি কিছু ব্যারাকের খুব কাছে আঘাত হানে বলেও জানা যায়।

কৌন বলেন, ‘কয়েকটি গোলা ব্যারাকের পেছন দিকে আঘাত করে। এর মধ্য দিয়েই তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা করা যায়। ’

২৩ নভেম্বর উত্তর কোরিয়ার ছোঁড়া ১৭০ টি গোলার মধ্যে ৮০টিই দক্ষিণ কোরিয়ার বিরোধপূর্ণ পীত সাগরের কাছের ইয়নপিয়ং দ্বীপে আঘাত করে। এতে দু’জন বেসামরিক নাগরিক ও দু’জন সেনা সদস্য নিহত ও ১৮ জন আহত হন। একইসঙ্গে দ্বীপটির ২৯ বাড়ি ও সেনা ব্যারাকও ক্ষতিগ্রস্ত হয়।    

এর জবাবেব উত্তর কোরিয়ার বিরুদ্ধে স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে ৮০ রাউন্ড গুলি ছোঁড়ে দক্ষিণ কোরিয়া।  

এর মধ্যে ৩৫টি সাগরে, ১৫টি মুদু দ্বীপে এবং ৩০টি মূল ভূখন্ডের কায়েমুরিতে আঘাত করে বলে এনআইএস সূত্রে জানা  গেছে।

এরআগে ক্ষমতাসীন দলের উচ্চ পদস্ত বিচারক কিম মু-সাঙ্গ উত্তর কোরিয়ার ক্ষয়ক্ষতির কথা জানান। কিমের বরাত দিয়ে বার্তাসংস্থা ইয়োনহেপ বার্তাসংস্থা বৃহস্পতিবার একথা জানায়।  

উল্লেখ্য, দুর্বলভাবে উত্তর কোরিয়ার হামলার জবাব দেওয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় দক্ষিণ কোরিয়া সরকার। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে পদত্যাগ করেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।