কলকাতা : গরু চোরাকারবারীদের হাতে প্রাণ গেল বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যের।
গরু পাচারকারীরা সোমবার ব্যাটেলিয়ন নং ৯১ বিএসএফ’র সাব-ইনসপেক্টর রাজেন্দ্র সিং-এর ওপর চড়াও হয়।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার ঝোরপাড়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে সোমবার এ ঘটনাটি ঘটে। ঘটনার পরে ওই জওয়ান কোমায় চলে যান। কলকাতার একটি কলকাতা মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত জওয়ানের বাড়ী ভারতের হরিয়ানা রাজ্যে। তিনি গরু পাচারকারীদের হাতে ধারাল অস্ত্র দ্বারা ক্ষতবিক্ষত হন। বিএসএফ ধানতলা থানায় এফআইআর করে। এ ঘটনার জন্য ছ’জন বাংলাদেশি ও ছ’জন ভারতীয় নাগরিককে সন্দেহ করা হয়েছে। কিন্তু তাদের এখনও পযর্ন্ত গ্রেফতার করা যায়নি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সদ্য নিযুক্ত বিএসএফ জওয়ান চাকরি হারানোর ভয়ে তার রাইফেল থেকে গরু পাচারকারীদের ওপর আঘাত করেননি।
চলতি বছর চোরাকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। অর্থাৎ চলতি বছরে ৪৭ জন জওয়ান চোরাকারবারীদের হাতে আক্রান্ত হয়েছেন।
ওই ঘটনায় বিএসএফের তরফ থেকে বিডিআরের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। জওয়ানের দেহ হরিয়ানার তাঁর বাড়ীর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময় : ২০৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস