আগরতলা (ত্রিপুরা): ঘর ভেঙ্গে এবং ভুমি ধসে মারা গেছেন চার জন। আহত সাত।
ঘটনার পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার বিকালে নির্মাণ কাজ চলছিল যোগেন্দ্রনগরের কুমোর পাড়া এলাকায়। সেখানে নিজ বাড়ির নির্মাণ করছিলেন জয়ন্ত দেব। যেখানে বাড়ির নির্মাণ কাজ চলছিল তার পাশেই ছিল একটি টিলা। টিলার উপর ছিল আরেকটি দালান বাড়ি।
টিলার নিচে মাটি কাটা হচ্ছিল বাড়ি তৈরির জন্য। বিকাল সাড়ে তিনটা নাগাদ উপরের টিলার মাটি ধসে পরে। ভেঙ্গে পরে টিলার উপরে থাকা বাড়িটিও। নিচে কাজ করছিলেন দশ জন। সবাই সেই মাটির নিচে চাপা পড়েন।
উদ্ধার কাজে ছুটে যান এলাকার মানুষ জন। খবর দেয়া হয় দমকল এবং পুলিশে। ধংসস্তূপ থেকে উদ্ধার করা হয় চারটি মৃত দেহ। নিহতদের মধ্যে মাত্র দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বাড়ির মালিক জয়ন্ত দেব এবং নির্মাণ শ্রমিক লিটন দাস।
আহত সাত জনকে নেয়া হয় জিবি হাসপাতালে। তাদের মধ্যে মাত্র তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- তপন সাহা (৩২), প্রদীপ সাহা (৩০), এবং মিতু দাস (২৬)। বাকি চারজনের নাম এখনো জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন ঘরটি ভেঙ্গে পড়ে এবং ভুমি ধসের ঘটনা ঘটে সে সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা বৃষ্টি থেকে বাঁচতে টিলার নিচে গিয়ে দাঁড়ান। তখনি হুড়মুর করে ভেঙ্গে পড়ে উপরের মাটি।
বাংলাদেশ সময় : ২১৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
সম্পাদনা: এসএস