ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বৈঠক বাতিলকে ‘হতাশাজনক’ আখ্যা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৬, আগস্ট ৮, ২০১৩
বৈঠক বাতিলকে ‘হতাশাজনক’ আখ্যা দিল রাশিয়া

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল হওয়াকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করল রাশিয়া।

পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে সমানুপাত ভিত্তিতে কখনোই রাশিয়ার সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে না।



আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা ছিল ওবামার। কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁসকারী পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় দেওয়ার কারণে ওবামা পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করেন।

বুধবার হোয়াইট হাউস ওবামার এ বৈঠক বাতিলের কথা জানায়।

তবে নির্ধারিত বৈঠকটি বাদ দিলেও ওবামা  অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নেবেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছিলেন, স্নোডেনকে রাশিয়ায় আশ্রয়দান
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আগে থেকেই বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘এ ব্যাপারে রাশিয়াকে দোষারোপ করা যায় না। ’  

সাংবাদিকদের সাথে একটি ফোন কনফারেন্সে তিনি বলেন, ‘এ সিদ্ধান্তের সাথে পরিষ্কারভাবে স্নোডেনের বর্তমান পরিস্থিতির সংযোগ রয়েছে। এবং এ পরিস্থিতি আমরা তৈরি করিনি। ’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বহি:সমর্পণের চুক্তির বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এ ধরনের চুক্তি না থাকায় তারা প্রতিবারই রাশিয়ায় এ ধরনের অপরাধ করা অপরাধীদের সমর্পণের ব্যাপারে অবধারিতভাবেই নেতিবাচক সাড়া দিচ্ছে। ’

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে রাশিয়া এখনও দ্বিপাক্ষিক আলোচনার আমন্ত্রণ জানাচ্ছে।

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছেছি যে রাশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে এমন কোন অগ্রগতি ঘটেনি যার কারণে আলোচনা করা যেতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আমদের মধ্যে যৌথ কর্মসূচি আরও বেশি ফলদায়ক না হওয়া পর্যন্ত এ শীর্ষ বৈঠক স্থগিত করে দেওয়াই বেশি ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি।

স্নোডেন যাতে অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় না পায় সেজন্য যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে এ ব্যাপারে চাপ সৃষ্টি করলে স্নোডেন মস্কো বিমানবন্দরের ট্রানজিট এরিয়ায় প্রায় এক মাস অবস্থান করেন। গত ১ আগস্ট রাশিয়া সরকার তাকে এক বছরের জন্য সাময়িক আশ্রয় দেয়।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।