ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আইনেস্টাইনের চেয়েও মেধাবী বালিকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, আগস্ট ৮, ২০১৩
আইনেস্টাইনের চেয়েও মেধাবী বালিকা!

ঢাকা: আইনেস্টাইনের চেয়েও মেধাবী এক বালিকার খোঁজ মিলল যুক্তরাজ্যে। সেরিস কুকস্যামি পার্নেল নামের ১১ বছর বয়সী এই বালিকা আইকিউ টেস্টে হারিয়ে দিল আইনস্টাইকে।

শুধু আইনস্টাইন নয় স্টিফেন হকিংও পরাজিত এই বালিকার মেধার কাছে।

নর্দাম্পটনের বাসিন্দা সেরিস বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে পুরানো হাই আইকিউ সোসাইটি মেনসার আইকিউ টেস্টে ক্যাটেল বি স্কেলে স্কোর করেছে ১৬২। এই অবিশ্বাস্য স্কোরই তাকে আইনেস্টাইন ও হকিংয়ের চেয়ে মেধাবীতে পরিণত করেছে। যুক্তরাজ্যে আইকিউয়ের টপ স্কোরটা এখন সেরিসের দখলে।

শুরুতে সেরিস কখনোই এরকম অভাবনীয় সাফল্যের কথা চিন্তা করেনি। সে আইকিউ টেস্টে অংশ নিয়েছিলো শুধুমাত্র তার বাবার স্কোরকে টপকে যাওয়ার জন্য। সেরিসের বাবাও মেনসার সদস্য। আর তার আইকিউ স্কোর হচ্ছে ১৪২। সেরিসের বাবা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি নিশ্চিত নই এই স্কোর কি খুব ভাল না খারাপ। আমি শুধু জানি সে (সেরিস) সব বিষয়েই প্রশ্ন করতে থাকে। ’

সেরিসের সপ্ন যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হওয়ার। এ সপ্ন দেখার কারণ হিসেবে সে বলেছে, ‘আমি সংখ্যা নিয়ে কাজ করতে ভালবাসি। ’

প্রাথমিক শিক্ষাস্তরের পাঠ চুকিয়ে পা সেরিস আগামী সেপ্টেম্বর থেকে  বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে ভর্তি হচ্ছেন। এরই মধ্যে মেনসা সোসাইটি সেরিসকে তাদের ইয়ুথ প্রোগ্রামে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

এ বয়সের অন্যান্য বাচ্চাদের মতো সেরিসও পপ মিউজিক শুনতে, টিভি দেখতে ও বন্ধুদের সাথে চ্যাটিং করতে ভালোবাসে। সেরিস ব্রিটেন এক্সপ্রেসকে বলে, ‘আমি এখন পর্যন্ত আমার বন্ধুদের সাথে কোন বিষয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনা করিনি। সত্যি বলতে একজন ব্যক্তির আইকিউ ছাড়াও অনেক কিছু রয়েছে। ’

এ ব্যাপারে তার ভবিষ্যত ভাবনা নিয়ে  সে বলে, ‘যখন আমার বয়স আরও বাড়বে এবং জীবনের ২০ বছর পার করে ফেলবো তখন আমি বন্ধুদের সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনা করবো। তখন আমার আইকিউ আমাকে সাহায্য করবে। তার আগ পর্যন্ত শুধু ফ্যাশন, মজা করা ও পরীক্ষায় ভাল গ্রেড পাওয়ার দিকেই আমার নজর থাকবে। ’

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।