কলকাতা: কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় চলছে রবীন্দ্র স্মরণ। বৃষ্টির মধ্যেই ২২ শ্রাবণ কলকাতার নিমতলা শ্মশানে সকালে ভিড় করেন কবির ভক্তরা।
কলকাতা পৌরসভার পক্ষ থেকে নিমতলায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এছাড়া কবিতায় গানে কবিগুরুকে শ্রদ্ধা জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরি, শিক্ষার্থীসহ আরও অনেকে।
বৃহস্পতিবার সকালে কাচমন্দিরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। ব্রহ্মসঙ্গীত, উপাসনা ও গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় সুরের গুরুকে। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই কাচমন্দিরে এসেছিলেন বহু শিক্ষার্থী। এসেছিলেন অনেক স্থানীয় মানুষও।
রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বক্তব্য, বাইশে শ্রাবণের চোখের পানি জড়িয়ে থাকলেও, প্রতি বছরই এদিনটি প্রাণে নতুন করে জীবনীশক্তি এনে দেয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর