ঢাকা: সমগ্র মুসলিম বিশ্বকে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বার্তায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেন তিনি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওবামার এ শুভেচ্ছা জানানো হয়।
ওবামা তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে ঈদ-উল-ফিতর উদযাপনকারী মুসলমানদের মিশেল ও আমি উষ্ণ শুভেচ্ছা জানাই। পবিত্র রমজানে মুসলমানরা প্রার্থনা, সেবা, উপবাস এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে তাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়েছে। হোয়াইট হাউসে চলতি বছরের ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রের মুসলমানদের সাথে সময় কাটিয়ে আমি গর্বিত। তারা আমাদের গণতন্ত্রকে সমৃদ্ধ এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে। ’
তিনি বলেন, ‘লাখ লাখ সিরীয় বাড়িঘর, পরিবার এবং প্রিয়জনদের বাস্তুচ্যুত অবস্থায় রেখে রমজান পার করেছে। এই ঈদ-উল-ফিতরে এসব সিরীয়দের সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৯ কোটি ৫০ লক্ষ ডলারের সহায়তা প্রদান করেছে। ’
ওবামা বলেন, ‘লাখ লাখ আমেরিকানের জন্য ঈদ আমেরিকার অন্যান্য প্রথার মতই অন্যতম চমৎকার নিদর্শন। আমি সকল মুসলমানদের জন্য আনন্দঘন ঈদ উদযাপন কামনা করছি। ঈদ মুবারক। ’
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘন্টা, আগস্ট ০৮, ২০১৩
জেপি/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর