ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতা থেকে মহাকরণ যাচ্ছে হাওড়ার গঙ্গাপাড়ে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, আগস্ট ৮, ২০১৩
কলকাতা থেকে মহাকরণ যাচ্ছে হাওড়ার গঙ্গাপাড়ে

কলকাতা : মহাকরণ আর তার আগের জায়গায় থাকছে না। কলকাতার আড়াইশ’ বছরের পুরানো এই মহাকরণের   সাময়িক নতুন ঠিকানা হতে চলেছে গঙ্গাপাড়ের হাওড়ার এইচআরবিসি ভবনে।

বিবাদীবাগ থেকে মহাকরণ সরছে হাওড়ার শিবপুরে।

তবে মহাকরণ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ। দূরত্ব ও পরিবহণের বাড়তি খরচের কথা তুলছেন তাঁরা। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।

বাকি রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। এই পরিস্থিতিতে মহাকরণ বদলের সিদ্ধান্ত মানতে পারছেন না সরকারি কর্মচারীদের একাংশ। দূরত্বের দিকটি মাথায় না রেখে সরকার আচমকা এই সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। তাঁদের মতে শহরের প্রাণ কেন্দ্র থেকে মহাকরণ সরে গেলে বাড়বে পরিবহণ খরচ। সেক্ষেত্রে সরকারের বাড়তি ভাতা দেওয়া উচিত বলে মনে করেন তাঁরা।
 
মহাকরণের আমূল সংস্কারের কাজে হাত দিতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে ভবিষ্যতে ডুমুরজলায় সমস্ত প্রশাসনিক দফতর স্থায়ী ভাবে সরিয়ে নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের। সংস্কারের প্রয়োজনীয়তার কথা মানছেন বিরোধীরা। তবে, একইসঙ্গে পরিবহণের সুবিধার বিষয়টিও মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।
 
একদিকে কর্মীদের ক্ষোভ, অন্যদিকে বিরোধীদের সমালোচনা। এর মাঝেই মহাকরণ আপাতত পাড়ি দিচ্ছে হাওড়ার এইচআরবিসি ভবনে।

হাওড়ার ডুমুরজেলাতেও প্রশাসনিক ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পর থেকেই নতুন মহাকরণ সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয়ে গেছে প্রশাসনিক মহলে।

শিবপুর মন্দিরতলার এইচআরবিসির এই চৌদ্দতলা ভবনেই মহাকরণ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া উপনির্বাচন শেষে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ফেরার সময়ই গঙ্গাপাড়ের এইচআরবিসি ভবন পছন্দ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পয়লা অক্টোবর থেকে মহাকরণের নতুন ঠিকানা হাওড়ার এইচআরবিসি ভবন। হাতে মাত্র আর দুমাস।   বুধবার মুখ্যমন্ত্রী নিজেই দেখেছেন তার নতুন কর্মস্থল।

বৃহস্পতিবারও সরকারি কর্মকর্তারা ঘুরে দেখলেন এই ভবন। ভবিষ্যতে হাওড়ার ডুমুরজলায় বেশকয়েকটি সরকারি দফতর নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
 
মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া  হাওড়াবাসীর। আইচআরবিসি ভবন লাগোয়া বাজার ও দোকান মালিকরাও কিছুটা চিন্তিত মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্তে। সিঁদুরে মেঘের মতোই তাদের মনে উঁকি দিচ্ছে উচ্ছেদের আশঙ্কা।


বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৩
এসপি/ সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।