কলকাতা: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বানারহাটে চা বাগানের সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। বৃহস্পতিবার সকালে বানারহাটের রিয়াবাড়ি চা বাগানে সদ্য নির্মিত সেপটিক ট্যাঙ্কের দেওয়াল ধসে পড়ায় ভিতরে আটকে পড়েন ২ জন।
তাঁদের উদ্ধার করতে নামে আরও ৪জন। তাঁরাও ঘটনাস্থলের ট্যাঙ্কের মধ্যে আটকে পড়েন। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১২৪৯ ঘন্টা, আগস্ট ০৮, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস