ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৭১ বছরে ‘ভারত ছাড়’ আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, আগস্ট ৯, ২০১৩
৭১ বছরে ‘ভারত ছাড়’ আন্দোলন

নয়াদিল্লি: শুক্রবার ৭১ বছরে পা দিলো ‘ভারত ছাড়’ আন্দোলন।

এ উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্তের স্বাধীনতা সংগ্রামীদের রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।



ভারতের অন্ধ্রপ্রদেশ, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, গোয়া, গুজরাটসহ বিভিন্ন প্রান্ত থেকে ১২১ জনকে এই সংবর্ধনা দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্টজনেরা।

২০০৩ সাল থেকে ‘ভারত ছাড়’ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয় রাষ্ট্রপতি ভবনে। ১৯৮২ সালের ৯ আগস্ট ব্রিটিশদের উদ্দেশ্যে ‘ভারত ছাড়’ ডাক দেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যরা। তাই প্রতি বছর এদিনে ভারতের রাষ্ট্রপতি সম্মান জানান করেন স্বাধীনতা সংগ্রামীদের।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।