ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ঈদুল ফিতর উদযাপিত

দিল্লি, কলকাতা ও আগতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, আগস্ট ৯, ২০১৩
ভারতে ঈদুল ফিতর উদযাপিত

একমাস সিয়াম সাধনার পর শুক্রবার দিল্লি, কলকাতা ও আগরতলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিসটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।



সকাল থেকেই মসজিদে মসজিদে চলে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর্ব। নামাজ শেষে একে ওপরকে করেন আলিঙ্গন। কলকাতার পাশাপাশি সকাল থেকে দিল্লির জামা মসজিদেও নামাজ পড়েন বহু মুসল্লি। ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতেও দেখা গিয়েছে একই চিত্র।

ঈদ উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। সকল ধর্মের মানুষের জন্য শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন। আল্লাহর কাছে এই কামনা করছি।

শুক্রবার কলকাতার রেড রোডের বিশেষ এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। ঈদের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে সকল ধর্মের মানুষের জন্য মুখ্যমন্ত্রী শান্তি কামনা করেছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দিয়ে মমতা বলেন, ‘সংখ্যালঘু ভাইবোনরা তো আছেনই। পাশাপাশি, সকল ধর্মের মানুষের কাছেই আবেদন এই পবিত্র দিনটিতে শান্তি বজায় রাখুন। শান্তিতে, আনন্দে কাটুক খুশির ঈদ।

এদিকে ত্রিপুরার সর্বত্র উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। রাজ্যের প্রতিটি মসজিদে সকাল থেকেই ছিল ভিড়। শহর আগরতলাসহ প্রতিটি মহকুমায় সাধারণ মানুষ মেতেছেন ঈদ আনন্দে।

যথারীতি নামাজ আদায়ের মধ্য দিয়েই সকালে শুরু হয় ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইদের চাঁদ দেখা যায়। তারপরই রাজ্যের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেন শুক্রবার ইদুল ফিতর। বিভিন্ন অংশের মানুষ পরস্পরকে শুভেচ্ছা বিনিময়  করছেন।  

ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাস্তায় যানবাহন এবং মানুষ অন্য দিনের তুলনায় অনেক কম। তবে শহরের মিষ্টির দোকানগুলোতে ঈদ উপলক্ষে বেশ ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর সবচেয়ে পুরানো মসজিদ গেদু মিঞার মসজিদ। এখানে নামাজ পড়েন এবং প্রার্থনা সারেন শহরের মুসলমানগণ। রাজ্যের প্রধান মসজিদ এটি। শহরের নামী দামি লোকেরা ঈদুল ফিতর উপলক্ষে এখানেই নামাজ পড়েন।

ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল দেবানন্দ কোয়ার। তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, যে কোনো উৎসব আমাদের মধ্যে মৈত্রী এবং সম্প্রীতি বাড়ানোর শিক্ষা দেয়।  

ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ঈদুল ফিতরের মর্মবাণী হচ্ছে মানব মৈত্রী, অপরের জন্য ত্যাগ স্বীকার এবং সহিষ্ণুতা প্রদর্শন।

তিনি বলেন, উৎসবের মর্মবাণী আমাদের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনাকে আরো উন্নততর এবং নৈতিক মূল্যবোধেকে উত্তরোত্তর সমৃদ্ধ করবে- এই প্রত্যাশা করি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৩
এসপি/তন্ময়/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন
ক্যাপশন//ঈদে কলকাতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।