কলকাতা: এবিপি আনন্দ-২০১৩ ‘সেরা বাঙালি’ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় । এদিনের সন্ধ্যাটা ছিল নক্ষত্রধারা।
এদিনের সন্ধ্যায় ‘সেরা বাঙালি’র শিরোপা পেলেন বাংলার মোট আট বিশিষ্টজন। আর ‘সেরার সেরা বাঙালি’ সম্মানে ভূষিত হলেন সার্নেও বিজ্ঞানী সুনন্দ মুখোপাধ্যায়। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। সেরা আবিষ্কারক হলেন এভারেস্ট জয়ী ছন্দা গায়েন।
অনুষ্ঠানের শুরুতেই মূল সুরটি বেঁধে দিলেন এবিপি আনন্দ, এবিপি নিউজ ও এবিপি মাঝা গঠনকারী সংস্থা এমসিসিএস বোর্ডের চেয়ারম্যান তথা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক অভীক সরকার।
অভীক সরকারতার বক্তব্যে জানান, সেরা বাঙালি কথাটা দু’ভাগে দেখা যায়- প্রথমত, বাঙালিদের মধ্যে সেরা আর দ্বিতীয়ত, যে বাঙালি সকলের মধ্যে সেরা।
দুটোর মধ্যে সম্পর্ক নিশ্চয়ই আছে। সেরা বাঙালি খুঁজতে এই দু’টো পথকেই মেলাবার চেষ্টা করি। বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু বাঙালির সন্ধান করি যাঁরা কেবল নিজের বিষয়েই শ্রেষ্ঠ নন, তাঁদের কৃতিত্ব নিজের ভাষা বা রাজ্যের গন্ডি ছাড়িয়ে একটা বড় পৃথিবীতে মর্যাদার দাবি করে।
উল্লেখ্য, ‘সেরা বাঙালি’ এবার নয় বছরে পা দিল। শ্রেষ্ঠত্বের বিচারে ঈশ্বরকণার সন্ধানে উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর ‘সেরার সেরা’ হলেন সার্নেও বিজ্ঞানী সুনন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ‘সেরার সেরা’র শিরোপা তুলে দিলেন এমসিসিএস বোর্ডের চেয়ারম্যান তথা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক অভীক সরকার।
সাহিত্যে অনন্য অবদানের জন্য ‘সেরা বাঙালি’র সম্মান পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চলচ্চিত্র পরিচালনায় অসামান্য স্বাক্ষরের স্বীকৃতি পেলেন পরিচালক সুজয় ঘোষ।
বিজ্ঞান ক্ষেত্রে এবার সেরার পুরস্কার পেলেন নাসার বিজ্ঞানী অনিতা সেনগুপ্ত। সমাজসেবায় সেরার স্বীকৃতি চিকিৎসক সমীর চৌধুরীকে। শিল্পকলায় সেরা পরেশ মাইতি।
ক্রীড়াক্ষেত্রে জয়দীপ কর্মকার। জয়দীপের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অভিনয় ক্ষেত্রে সেরা বাঙালি সোহিনী সেনগুপ্ত। সঙ্গীতে সেরা প্রতীম চক্রবর্তী।
বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘন্টা, আগস্ট ০৯, ২০১৩
এসপি/ সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন