ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় ঈদ উদাযাপিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, আগস্ট ৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): শুক্রবার আগরতলাসহ ত্রিপুরার প্রতিটি এলাকায় সাধারণ মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করছেন ঈদ-উল-ফিতর। রাজ্যের প্রতিটি মসজিদে এদিন সকাল থেকেই ছিল মুসল্লিদের ভিড়।



যথারীতি নামাজ আদায়ের মধ্য দিয়েই সকালে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যায়। তারপরই রাজ্যের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেন শুক্রবার ঈদ-উল-ফিতর।


ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাস্তায় যানবাহন এবং মানুষ অন্য দিনের তুলনায় অনেক কম। তবে শহরের মিষ্টির দোকানগুলোতে বেশ ভিড় দেখা গেছে।

রাজধানীর সবচেয়ে পুরানো মসজিদ গেদু মিঞার মসজিদ। এখানে নামাজ ও ঈদের প্রার্থনা সারেন শহরের মুসল্লিরা। রাজ্যের প্রধান মসজিদ এটি।
ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল দেবানন্দ কোয়ার।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, যে কোনো উৎসব আমাদের মধ্যে মৈত্রী এবং সম্প্রীতি বাড়ানোর শিক্ষা দেয়।

 ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ঈদ-উল-ফিতরের মর্মবাণী হচ্ছে মানব মৈত্রী, অপরের জন্য ত্যাগ স্বীকার এবং সহিষ্ণুতা প্রদর্শন। উৎসবের এই প্রধান মর্মবাণী আমাদের সাম্প্রদায়িক ও মানবিক চেতনাকে আরও উন্নততর এবং নৈতিক মূল্যবোধেকে উত্তরোত্তর সমৃদ্ধ করবে এই প্রত্যাশা করি।

সবার আনন্দময় অংশগ্রহণের মাধ্যমে উৎসব সফল করারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে  ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার সকালে আখাউড়া সীমান্তে  দুদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত জওয়ানরা মিলিত হন। বিএসএফ কর্মকর্তারা বিজিবি কর্মকর্তাদের হাতে মিষ্টি এবং ফল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজিবি কর্মকর্তারাও এসময় বিএসএফ কর্মকর্তাদের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।