ঢাকা: জঙ্গি হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ রাখা ১৯টি দেশের মার্কিন দূতাবাসের মধ্যে ১৮টি আগামী রোববার চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত দূতাবাস ‘সাম্প্রতিক উদ্বেগের’ জন্য এখনই খুলছে না বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী জেন সাকি এ ব্যাপারে বলেন, ‘আমরা সানা ও লাহোরে দেওয়া হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাবো, এবং এ সম্পর্কিত তথ্যের ভিত্তিতে এসব কূটনৈতিক মিশন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। ’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সব মিশনে এ সংক্রান্ত তথ্য নিয়ে যাচাই-বাছাই অব্যাহত রাখবো এবং আমাদের লোকবল, বিদেশ ভ্রমণকারী মার্কিন নাগরিক ও আমাদের মিশনে পরিদর্শকদের সুরক্ষায় সর্বাত্মক চেষ্টা করবো। ’
আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (আকাপ) নামে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে আসা অব্যাহত হুমকির কারণে ইয়েমেন এম্বেসি বন্ধ থাকছে উল্লেখ করা হলেও এর বেশ কিছু বিবৃতিতে বলা হয়নি।
সানায় অবস্থানকারী সব মার্কিন কর্মীকে মঙ্গলবারের মধ্যেই ইয়েমেন ত্যাগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার পরিকল্পিত জঙ্গি হামলার আশঙ্কার মুখে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দেশের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র, পাশাপাশি ভ্রমণ সতর্কবার্তা ঘোষণা করে। একদিন বন্ধ থাকার পর সোমবার পুনরায় খুলে ঢাকায় মার্কিন দূতাবাসও।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর