নয়াদিল্লি: ভারতের পুঞ্চ সীমান্তে ফের পাকিস্তান সৈন্যরা গুলি চালিয়েছে।
শুক্রবার রাতে পুঞ্চে এসওসি বরাবর গুলি চালালো পাকিস্তান সেনাবাহিনী।
এদিন রাতে পুঞ্চের থারি কারমারা অঞ্চলের বেশ কিছু ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। শুক্রবার দিবাগত রাত ৩টায় গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী।
উল্লেখ্য, গত মঙ্গলবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে গুলি চালিয়েছিলো পাকিস্তান সৈন্যরা। পুঞ্চের চাকান দা বাগে পাক সেনাদের গুলিতে প্রাণ হারান পাঁচ ভারতীয় জওয়ান।
তবে শনিবার ফের পাকিস্তানের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পর ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার পরিবেশ রইল কি না এখন তাই নিয়ে প্রশ্ন উঠছে দেশের রাজনৈতিক মহলে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৩
এসপি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, এসএস