কলকাতা: পূজা আসতে আর মাত্র দুই মাস বাকি। পূজা উপলক্ষে বিদেশিসহ ভারতের অন্য রাজ্যের পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
পাশাপাশি কলকাতার বিশেষ পুজোমণ্ডপগুলো পরিদর্শনের জন্য বিদেশি পর্যটকদের এবার ‘আই কার্ড’ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে।
প্রতিবারের মতো পূজোতে বহু বিদেশি ও ভিনরাজ্যের পর্যটক কলকাতায় আসেন। তবে প্রায়শই তাদের নানারকম সমস্যার মধ্যে পড়তে হয়। তাই কলকাতার প্রধান প্রবেশ পথগুলোতে পর্যটক সাহায্য কেন্দ্র খোলা হবে।
বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে যেসব পর্যটক কলকাতায় আসেন তাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছাতে যাতে অসুবিধা না-হয় এবং হোটেলে রুম বুকিংয়েও যেন সমস্যা না হয় সেদিকেও নজর দিয়েছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই পরিবহন দফতরের উদ্যোগে ট্যাক্সি পরিবহনের মাধ্যমে রাজ্যে আসা পর্যটকদের হোটেলে নিয়ে যাওয়া হবে। ভিনরাজ্য ও বিদেশি পর্যটকরা রুম বুক করেছেন এমন ১৫০টি হোটেলের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য পর্যটন দফতর আলোচনা করেছে।
পাশাপাশি, বিদেশি পর্যটকদের জন্য আলাদা পরিচয়পত্রেরও ব্যবস্থা করেছে পর্যটন দফতর। আই কার্ডে বিদেশিদের পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং হোটেলের নম্বর থাকছে। এরমধ্যে বিভিন্ন পূজা কমিটিগুলোর সঙ্গে পর্যটন দফতরের কর্মকর্তারা বৈঠকে বসবেন।
কলকাতার বেশ কয়েকটি পূজা দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বিদেশি পর্যটকরা। সেদিকে লক্ষ্য রেখেই ওই পূজা কমিটিগুলোকে এবার বিশেষ নির্দেশ দিতে চলেছে পর্যটন দফতর।
মূলতঃ ইউরোপের বিভিন্ন দেশ- ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, মায়ানমারসহ বিভিন্ন দেশের বিদেশি পর্যটকদের কাছে কলকাতার পূজার আকর্ষণ গত কয়েক বছর ধরেই একটি বিশেষ মাত্রা পেয়েছে।
বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস