ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কুমিরকে হারিয়ে দিলেন গৃহবধূ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, আগস্ট ১১, ২০১৩

কলকাতা: নদীতে মীন ধরতে গিয়ে কুমিরের মুখে পড়লেন এক গৃহবধূ। জীবন বাজি রেখে লড়াই করে আপনজনের মাঝে ফিরেও এসেছেন।

এ ঘটনা শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার।

আধ ঘন্টা চলল সাক্ষাৎ মৃত্যুদূতের সঙ্গে লড়াই। অবশেষে বাঁচলেন কাঞ্চন খাটুয়া (৪৫)। তবে কুমির তাঁর ডান পায়ের মাংস খুবলে নিয়েছে। শনিবার রাতে তাঁকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কাঞ্চন খাটুয়া পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ গ্রামের মুড়িগঙ্গা নদীর শাখা গাজির খালে মীন ধরতে গিয়েছিলেন। মীন ধলার জাল গুটিয়ে ফেরার পথে আচমকা তাঁর ডান পায়ের উরুতে কামড় বসায় কুমির। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে কামড়ে মাঝগঙ্গায় টেনে নিয়ে যায় কুমির।

মহিলাও আঁচলে বাধা চাবি দিয়ে কুমিরের মাথায় সজোরে আঘাত করেন। তাঁর চিৎকার শুনে অন্যরা ছুটে আসেন ঘটনাস্থলে। তখন কুমিরটি তাঁকে ছেড়ে চম্পট দেয়।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।