ঢাকা: ভারতের সবচেয়ে আধুনিক সাবমেরিন আইএনএস সিন্ধুরক্ষকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে কয়েকজন নাবিক নিহত হয়েছেন। মৃতের সংখ্যা ১৮ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে মুম্বাই ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। রাত তিনটার দিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি নাবিকদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কতজন মারা গিয়েছে তা বিস্তারিত জানাননি।
সাবমেরিনে আটকা পড়া নাবিকদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। কয়েকজন নাবিক বিস্ফোরণের আগেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
হতাহতের সংখ্যা কিংবা বিস্ফোরণের কারণ নিশ্চিত জানা না গেলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ সাবমেরিনটির আত্মরক্ষা কেন্দ্রে বিস্ফোরনের সূত্রপাত। ওই কক্ষে ভারী ওজনের টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র ছিল।
নৌবাহিনীর ডুবুরিরা ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করলেও এখন পর্যন্ত সাবমেরিনে প্রবেশ করা সম্ভব হয়নি।
নৌবাহিনী জানিয়েছে, সিন্ধুরক্ষককে মাত্র তিন মাস আগে রাশিয়া থেকে ৪৮০ কোটি রুপি ব্যয়ে পরিমার্জিত করা হয়েছিল।
দুর্ঘটনার সময় এর কাছাকাছি আইএনএস সিন্ধুরত্ন নামে আরেকটি সাবমেরিন থাকলেও তা দ্রুত সরে যেতে সক্ষম হয়। তবে বিস্ফোরণে এরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২৩০০ টনের আএনএস সিন্ধুরক্ষক ভারতের নৌবাহিনীর ১৪টি সাবমেরিনের অন্যতম। ১৯৯৭ সালে এটি রাশিয়ার কাছ থেকে কেনা হয়েছিল। আরো দশ বছর এটি কাজ চালিয়ে যেতে সক্ষম ছিল বলে নৌবাহিনী জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর