ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাড়ছে আগরতলা পৌর এলাকার আয়তন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
বাড়ছে আগরতলা পৌর এলাকার আয়তন

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর এলাকার আয়তন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আগরতলা পৌর এলাকাকে বাড়ানোর ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি জানান, ভবিষ্যতে আগরতলার এই এলাকাকে করপোরেশনে উন্নীত করা হবে বলেই বাড়ানো হয়েছে এর আয়তন।

বর্তমানে আগরতলা পৌর এলাকার আয়তন ৫৮.৮৪ বর্গ কিলোমিটার। নতুনভাবে এর সঙ্গে ১৭.৬৬৪ বর্গ কিলোমিটার এলাকা যুক্ত হচ্ছে। সব মিলিয়ে আগরতলা পৌর এলাকার আয়তন বেড়ে দাঁড়াচ্ছে ৭৬.৫০৪ কিলোমিটারে।

আয়তন বাড়ার সঙ্গে বাড়তে চলেছে এলাকার জনসংখ্যাও। এতদিন আগরতলা পৌর এলাকার জনসংখ্যা ছিল ৩ ল‍াখ ৯৮ হাজার ৩৩৮ জন। এখন ৪০ হাজার ৭০ জন জনসংখ্যা বেড়ে নতুন জনসংখ্যা দাঁড়াচ্ছে ৪ লাখ ৩৮ হাজার ৪০৮ জন।

মুখ্যমন্ত্রী জানান, আগরতলা শহরের চারদিকে থাকা কিছু গ্রাম ঢুকে পড়ছে পৌর এলাকায়। গ্রামগুলো হলো- নতুনগর, গজারিয়া, নরসিংগড়, হাপানিয়া, লঙ্কামুরা ও মহেশখলা। কিছু কিছু গ্রাম সম্পূর্ণ অন্তর্ভুক্ত করা হয়েছে, আবার কিছু গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে আংশিকভাবে।

২০০৫ সালে সবশেষ আগরতলা পৌর এলাকার আয়তন বাড়ানো হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।