ঢাকা: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে ৪৪ জন নিহত হয়েছেন। তারা ওই মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন।
রোববার ভোরে বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ৩৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার নাগাদ তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
গুলিতে আরো ২৬ জন আহত হয়েছে বলে নাইজেরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। তাদের মাইদুগুরিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুকধারীরা উগ্রপন্থী দল বোকো হারামের সদস্য বলে জানা গেছে। একটি ভিডিওচিত্র প্রকাশের মাধ্যমে দলটির নেতা আবুবকর শেকাউ এ হামলার দায় স্বীকার করেন।
উল্লেখ্য, বোকো হারাম চায় বর্তমান নাইজেরিয়ান সরকারকে উৎখাত করে উত্তরে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করতে। ২০০৯ সাল থেকে তাদের হাতে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
গত মে মাসে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন উগ্রপন্থীদের মোকাবেলার জন্য উত্তরপূর্বাঞ্চলের তিনটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর