কলকাতা: শহরের প্রায় নব্বই শতাংশ রাস্তাই চলে এলো লালবাজারের কন্ট্রোল রুমের পর্দায়। পুরো কলকাতা পুলিশের অধীনে সিসি ক্যামেরার নজরদারিতে আনতে গত একবছর ধরেই চলছিলো প্রকল্পের কাজ।
প্রকল্পের নাম দেওয়া হয় ‘ইন্টেলিজেন্স সারভেইল্যান্স সিস্টেম’ বা আইএসএস। কিছুদিন আগেই কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুকায়স্থ জানান, এবছর দুর্গাপূজোর আগেই গোটা শহরের প্রায় পাঁচশ’ সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সেই পরিকল্পনা মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো গোটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, রাস্তার মোড় এবং বাণিজ্যিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির এই সমস্ত ক্যামেরাগুলি লাগানো হবে।
প্রসঙ্গত, এবার যেসমস্ত ক্যামেরাগুলি শহরের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, তার মধ্যে অধিকাংশ ক্যামেরাকেই অত্যাধুনিক থ্রি-জি প্রযুক্তি লাইভ হিসেবে দেখতে পাবেন লালবাজারের কন্ট্রোলরুমে বসে থাকা শীর্ষ কর্মকর্তারা।
আগামী অক্টোবর মাসের মধ্যে ক্যামেরাগুলো বসানোর কাজ শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক দিলীপ কুমার আদক জানিয়েছেন, চলতি সপ্তাহ পর্যন্ত গোটা শহরের মোট ৪৬০টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন থেকে শহরের যেকোনো রাস্তায় দিনের যে কোনো সময়েই ‘রিয়েল টাইম সিচুয়েশন’ জানা যাবে লালবাজারে কলকাতা পুলিশের মনিটরিং স্ক্রিনে।
এর ফলে কোনো এলাকায় জ্যামের তদারকি অথবা কোনো দুর্ঘটনা ঘটলে তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবে পুলিশ। সেই সঙ্গে আসন্ন দুর্গাপুজোর মৌসুমে শহরের যানজট এবং শোভাযাত্রাও নিয়ন্ত্রণ করা অনেকাংশে সম্ভব হবে বলেই আশা করছেন শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর