ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লস্করের হুমকিতে দিল্লিতে কড়া নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, আগস্ট ১৪, ২০১৩
লস্করের হুমকিতে দিল্লিতে কড়া নিরাপত্তা

নয়াদিল্লি: ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে রাজধানী নয়াদিল্লিতে হামলা চালাতে পারে লস্কর-ই-তৈয়বা।

গতমাসে এ সংগঠনটির প্রধান হাফেজ মোহাম্মদ সাঈদ সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন,  ‘যে কোনো সময় দিল্লিতে হামলা চালাতে প্রস্তুত রয়েছে জঙ্গিরা।



এমন হুমকির পর আর কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা।

এ কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। মার্কেট প্লেস, বিমানবন্দর, রেলস্টেশনসহ বেশ কিছু জায়গায় দিল্লি পুলিশ ছাড়াও কয়েক হাজার প্যারামিলিটারি জওয়ান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, নজরদারি বাড়াতে আকাশপথে সর্বক্ষণ হেলিকপ্টার চক্কর দিচ্ছে। চারপাশে বসানো হয়েছে ৫০টি সিসিটিভি।
 
ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

লালকেল্লায় অনুষ্ঠান ঝুঁকিহীন করতে প্রায় ৬ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে।
 
লালকেল্লার আশেপাশের বহুতল ভবনগুলোতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শার্প শুটারদের নিরাপত্তায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।