ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরাখন্ডে বাঁধ নির্মাণে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
উত্তরাখন্ডে বাঁধ নির্মাণে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

নয়াদিল্লি: বন্যা বিধ্বস্ত উত্তরাখন্ডে জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার এ রায় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

পরিবেশ ও বন মন্ত্রণালয়কে এ ধরনের কোনো প্রকল্পে ছাড়পত্র না দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

উত্তরাখন্ডে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ দুর্যোগের পিছনে বড়সড় হাত রয়েছে প্রকৃতিগতভাবে সংবেদনশীল ওই অঞ্চলে যথেচ্ছ বাড়িঘর নির্মাণ এবং বাঁধ দিয়ে পাহাড়ি নদীর গতিপথ পরিবর্তন।

এই সন্দেহের পক্ষেই রায় দিলো শীর্ষ আদালতও। বিশেষত ভাগিরথী ও অলকানন্দা অববাহিকায় ব্যাঙের ছাতার মতো প্রকল্প গজিয়ে ওঠা নিয়েও ঘোর উদ্বেগ প্রকাশ করেছেন আদালত।

বিচারপতি কে এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি বেঞ্চ এদিন মন্ত্রণালয়কে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তাতে রাজ্য সরকার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় বিদ্যুৎ পর্ষদ, কেন্দ্রীয় জল সম্পদ পর্ষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন।

এই কমিটির কাজ হবে উত্তরাখন্ডে বর্তমানে যেসব জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, সেগুলো কোনোভাবে নদী অববাহিকাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে কিনা তা খতিয়ে দেখা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।