ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ১ অক্টোবর থেকে বেকার ভাতা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩

কলকাতা: অক্টোবরের প্রথম থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের এক লাখ নথিভুক্ত বেকারকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। তবে মাত্র দু’বছরের জন্য সংশ্লিষ্টরা এ আর্থিক সুবিধা ভোগ করবেন।



এরপর এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানো একলাখ বেকার এই সুযোগ পাবেন। তবে এ সময়ের মধ্যে বেকারভাতা প্রাপ্তরা যদি কোনো কাজে যুক্ত হন তবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রতি বছর সরকারের খরচ হবে ১৮০ কোটি টাকা।

উল্লেখ্য, এখনও পর্যন্ত এমপ্লমেন্ট ব্যাংকে ১৭ ল‍াখের বেশি বেকার নাম লিখিয়েছেন। ফলে তালিকার শেষের দিকে নাম থাকা হতভাগ্য বেকাররা আদৌ এ সুবিধা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

উল্লেখ্য, অক্টোবর মাসের পয়লা তারিখেই হাওড়া মন্দির তলার এইচ আর বি সি ভবনে নতুন মহাকরণ চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অফিস বদলি এবং পুরানো মহাকরণের সংস্কার মিলিয়ে অতিরিক্ত আরও তিনশ’ কোটি টাকার বোঝা বইতে হবে রাজ্য সরকারকে।

রাজনৈতিক মহলের বক্তব্য, আগামী লোকসভা ভোটে রাজ্যের প্রায় কোটি খানেক বেকার ভোটের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এ জনদরদি প্রকল্প চালু করছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।