ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতা হাইকোর্টের রায়ে মুক্ত ৫ বছরের ফরহাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩

কলকাতা: পাঁচ মাস পরে মায়ের কাছে ফিরল পাঁচ বছরের ফরহাদ আলি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক তাপস চৌধুরী ফরহাদের মায়ের পরিচয়পত্র দেখে তার হাতে শিশুটিকে তুলে দেন।



দীর্ঘ পাঁচ মাস ধরে ভারতের জেলে আটক ছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি ফরহাদ। কলকাতা হাইকোর্টের রায়ে শেষ পর্যন্ত মুক্তি পায় সে। এ দিন ফরহাদকে মায়ের হাতে তুলে দেওয়ার পরই সে মায়ের গলা জড়িয়ে ধরে। আনন্দে কেঁদে ফেলেন মা। ছেলেকে নিয়ে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে বাড়ির দিকে রওনা দেন মা রুমা বেগম।

গত ২৬ জানুয়ারি দক্ষিণ দিনাপজুরের ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে ১৬ জনের একটি বাংলাদেশি অনুপ্রবেশকারী দলের সঙ্গে পুলিশের হাতে ধরা পড়ে ফারহাদ। আটককৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই দলেই বাবা তমিজউদ্দিনের সঙ্গে ছিল ছোট্ট ফারহাদ। এরপরই বাংলাদেশ থেকে বালুরঘাট জেলা আদালতে এসে ছেলের ছেলের মুক্তির ব্যাপারে আবেদন করেন রুমা বেগম।

বালুরঘাট আদালতে রুমা বেগমের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর রুমা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট গত ৮ আগস্ট ফরহাদকে তার মায়ের হাতে তুলে দেওয়ার আদেশ দেন।

ছেলেকে ফিরে পেয়ে রুমা বেগম সাংবাদিকদের জানান, ফরহাদ তার বাবার সঙ্গে দিনাজপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সে সময় তারা পুলিশের হাতে ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
এসপি/ সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।