ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চমস্কিকে নিয়ে সিআইএর গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
চমস্কিকে নিয়ে সিআইএর গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস

ঢাকা: চমস্কি সম্পর্কে গোপন তথ্য থাকার কথা গত কয়েক বছর ধরেই অস্বীকার করে আসছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

কিন্তু পররাষ্ট্রনীতি বিষয়ক পত্রিকা ‘দ্য কেবল’ মঙ্গলবার জানিয়েছে, সিআইএর কাছে চমস্কির ওপর গোপন তথ্য ছিল।



তথ্য স্বাধীনতা আইনের (এফওআইএ) প্রেক্ষিতে বারবার অনুরোধ করা সত্ত্বেও সিআইএ জানিয়েছিল তাদের কাছে ম্যাসাচুসেটস ইন্সটিউট অব টেকনোলজির ভাষাতত্ত্বের অধ্যাপক ও পৃথিবীখ্যাত তাত্ত্বিক নোয়াম চমস্কি সম্পর্কে গোপনীয় কোন তথ্য নেই।

তবে এ বিষয়ে প্রকাশিত মেমোর ভিত্তিতে ‘দ্য কেবল’ জানিয়েছে, ১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী চমস্কির ভিন্নমতাদর্শ বিষয়ে সিআইএ গোপন তথ্য জোগাড় করেছিল।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের অ্যাটর্নি কেল ম্যাকক্ল্যানাহান এফবিআইয়ের কাছে এ বিষয়ে তথ্যের জন্য অনুরোধ পাঠান। সে অনুরোধের ভিত্তিতে একটি মেমো বেড়িয়ে পড়ে যেখানে উল্লেখ রয়েছে সিআইএ উত্তর ভিয়েতনামে যুদ্ধবিরোধী আন্দোলনকারীদের একটি সফর সম্পর্কে এফবিআইয়ের কাছে তথ্য জানতে চাচ্ছে।

‘দ্য কেবলে’র তথ্য সংগ্রহ বিষয়ক একজন উপদেষ্টা জানান, অনুরোধের প্রেক্ষিতে পাওয়া মেমোটি নিশ্চিত করে সিআইএর কাছে চমস্কির ওপর গোপন তথ্য ছিল। সম্ভবত তারা এ তথ্য ধংস করে ফেলেছে। এবং এ ক্ষেত্রে তাদের আইন ভঙ্গ করার সম্ভাবনাও রয়েছে।

৮৪ বছর বয়স্ক চমস্কিকে আধুনিক ভাষাতত্ত্বের জনক বলা হয়। ২০০৫ সালে ভোটের মাধ্যমে চমস্কি বিশ্বের সেরা তাত্ত্বিক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।