ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে নিরাপদে আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
মিশরে নিরাপদে আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: মিশরে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরব দেশটির রাজধানী কায়রোয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থকদের রাজপথ থেকে হটাতে সেনা অভিযানে প্রায় দেড়শ’ মানুষ নিহত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।



ব্যাপক সহিংসতায় বহু মানুষ হতাহত হওয়ার জের ধরে মিশরজুড়ে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহমেদ বলেন, ‘আমাদের হিসেব অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার বাংলাদেশি বর্তমানে মিশরে অবস্থান করছেন। কায়রোয় অবস্থিত দূতাবাস থেকে পাওয়া তথ্য মতে সেখানে সব বাংলাদেশি নিরাপদে রয়েছেন। ’

শামীম আহমেদ আরও বলেন, ‘কায়রোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, বিক্ষোভকারীদের দু’টি ক্যাম্পে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর কারণে দূতাবাসের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন। তিনি জানিয়েছেন, দূতাবাস এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পায়নি। ’

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
জেপি/সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।