ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দমনাভিযানের পক্ষে মিশরীয় সরকারের সাফাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, আগস্ট ১৫, ২০১৩
দমনাভিযানের পক্ষে মিশরীয় সরকারের সাফাই

ঢাকা: ‘নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত’ করতেই কায়রোয় মুরসি সমর্থকদের ওপর দমনাভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হাজেম এল বেবলায়ি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বেবলায়ি বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের হটিয়ে দিতেই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও তা অনেক কঠিন ছিল।



এছাড়া, বুধবারের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ৪৩ সদস্য নিহত হয়েছে দাবি করে মুরসি সমর্থকদের ছত্রভঙ্গ করায় নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদও জানান তিনি।

অন্য দিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইবরাহীম দাবি করেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে পেশাদার আচরণই করেছে নিরাপত্তাবাহিনী। মুরসি সমর্থকরাই সহিংসতার জন্য দায়ী বলে দাবি করেন তিনি।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ভোরে শুরু হওয়া অভিযানে অন্তত ২৭৮ জন মুরসি সমর্থক নিহত হয়েছে। অন্য দিকে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই অভিযানে অন্তত দুই হাজার মুরসি সমর্থক নিহত হয়েছেন।

এ দিকে বুধবারের সহিংসতার জের ধরে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট ও কট্টর মুরসিবিরোধী রাজনীতিক মোহাম্মদ এল বারাদি। সহিংসতার জের ধরে বুধবার বিকেল চারটা থেকে আগামী একমাসের জন্য মিশরজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন সেনাসমর্থিত প্রেসিডেন্ট আদলি মনুসর।

উল্লেখ্য, গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তারপর থেকে টানা প্রায় ছ’সপ্তাহ তাকে স্বপদে বহাল করার দাবিতে আন্দোলন করে আসছে এক সময়ের নিষিদ্ধঘোষিত দলটি।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।