ঢাকা: ইরাকে দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৬ জনের বেশি।
ইরাকের রাজধানী বাগদাদের ৬৫ কি.মি. উত্তরপূর্বে বাকুবা শহরে রাস্তার পাশে বুধবার বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বাকুবা শহরের কেন্দ্রে অবস্থিত একটি ক্যাফে ও ব্যস্ত রাস্তার পাশের একটি আইসক্রিমের দোকান লক্ষ বোমা দুটি বিস্ফোরিত হয়।
গত সপ্তাহে পবিত্র রমজান সমাপ্তি উদযাপনের সময় ঘটা এ ধরনের কিছু বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছিল আল-কায়েদা।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি প্রতিশ্রুতি দিয়েছিলেন রমজানের সময় হামলার পেছনে যারা ছিল তাদের ধরা হবে।
একটি সংক্ষিপ্ত টেলিভিশন বক্তব্যে মালিকি বলেন, ‘আমরা সন্ত্রাসী বাহিনী ও তাদের পেছনের শক্তিকে ধরতে তৎপরতা শুরু করেছি। ’
আল-কায়েদার ইরাক ও সিরিয়া শাখা জানিয়েছে, বাগদাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করার কারণেই এই সাম্প্রতিক হামলাগুলো হয়েছে।
মালিকি বলেন, ‘গত মাস থেকে শুরু হওয়া অভিযানে নিরাপত্তা বাহিনী ৮’শর বেশি সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। এসময় তারা বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করে। ’
পবিত্র রমজানের ছুটিতে বোমা হামলা ইরাকের ইতিহাসকে রক্তাত্ত করে দিল। সুন্নি বিদ্রোহিরা শিয়া নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে এ ধরনের হামলায় অংশ নিচ্ছে। আর আল-কায়েদা হামলায় উস্কে দিচ্ছে ইরাকের সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়কে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com